
সভাপতির বাণী সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের, যিনি মানবজাতিকে ইলমের আলোয় আলোকিত হওয়ার তাওফীক দান করেছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুর খাতুনে জান্নাত মহিলা মাদরাসা আজ আমাদের কুমিল্লা জেলার মেঘনা থানার নারী শিক্ষার ক্ষেত্রে দ্বীনি আলোকবর্তিকা হিসেবে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমি শ্রম ও সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করে যাচ্ছি— এটি আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ মাদরাসা থেকে এমন যোগ্য আলেমা ও দ্বীনি ব্যক্তিত্ব গড়ে উঠবে, যারা সমাজকে সত্য, ন্যায় ও ইসলামের আলোয় আলোকিত করবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুপথে পরিচালিত করার জন্য নারী শিক্ষার এই দাওরায় মাদরাসার ভূমিকা হবে অমূল্য। প্রিয় ছাত্রীরা, তোমরাই আমাদের স্বপ্নের ফসল। তোমাদের জ্ঞান, চরিত্র ও আদর্শ দিয়ে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে— এটাই আমাদের আকাঙ্ক্ষা। তোমরা দ্বীনের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, এ দোয়াই করি। পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি— তিনি যেন এ প্রতিষ্ঠানকে কবুল করেন, বরকতময় করেন এবং আমাদের এই সামান্য প্রচেষ্টাকে তাঁর সন্তুষ্টির উপায় বানিয়ে দেন। আমীন। হাজী আব্দুর রহমান মুন্সী সভাপতি লক্ষ্মীপুর খাতুনে জান্নাত মহিলা মাদরাসা