
প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের বাণী সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি তাঁর অসীম কৃপা ও মেহেরবানিতে আমাদেরকে দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারের পথে অগ্রসর হওয়ার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ, কুমিল্লা জেলার মেঘনা থানার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর খাতুনে জান্নাত মহিলা মাদরাসা নারী সমাজে খাঁটি ইসলামি শিক্ষা বিস্তারের এক উজ্জ্বল বাতিঘর হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ প্রতিষ্ঠান শুধুমাত্র একটি শিক্ষা কেন্দ্র নয়, বরং এটি একটি আদর্শ, যেখানে জ্ঞান, চরিত্র ও আমল একসূত্রে গাঁথা হয়ে দ্বীনদার প্রজন্ম গড়ার মহৎ উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে। প্রিয় কন্যাশিক্ষার্থীরা, তোমরাই এ জামিয়ার ফুলবাগানের সুধাময় পুষ্প। তোমাদের জ্ঞান, নৈতিকতা ও আচার-আচরণ হবে সমাজ সংস্কারের হাতিয়ার। অপসংস্কৃতির অন্ধকার ভেদ করে ইসলামের শাশ্বত আলোকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের কাঁধেই। তাই দ্বীনি ইলমে সমৃদ্ধ হয়ে তোমরা একদিকে আদর্শ গৃহিণী, অন্যদিকে যোগ্য আলেমা ও জাতির পথপ্রদর্শক হয়ে উঠবে— এটাই আমাদের প্রত্যাশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ এই মাদরাসা থেকে বেরিয়ে আসবে এমন এক নারী কাফেলা, যারা হবে জ্ঞানে, আমলে ও নেতৃত্বে অনন্য। তারা কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দ্বীনের সুবাস ছড়িয়ে দেবে। পরিশেষে মহান আল্লাহর দরবারে আমার আকুল প্রার্থনা— তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন, এ প্রতিষ্ঠানকে বরকতময় করেন এবং আমাদের প্রিয় ছাত্রীদের দ্বীন ও ইসলামের খেদমতে কবুল করে নেন। আমীন। আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ ইদ্রিস আলী যুক্তিবাদী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল লক্ষ্মীপুর খাতুনে জান্নাত মহিলা মাদরাসা